বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় নাগরিক সংলাপ কর্মশালা অনুষ্ঠিত

সাঁথিয়ায় নাগরিক সংলাপ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুদ দাইন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পাবনার সাঁথিয়ায় রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির লক্ষ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান ও সহিংসতা পরিহার কল্পে বিভিন্ন পেশার সক্রিয় নাগরিক সমাজ, রাজনৈতিক দল, শুশীল সমাজের প্রতনিধি, সাংবাদিক প্রতনিধি, সরকারি প্রতিনিধি ও যুব ও মহিলা প্রতিনিধিদের অংশগ্রহনে নাগরিক সংলাপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ডি,আই’র অর্থায়নে এবং সাব পার্টনার রূপান্তর এর সহযোগিতায় ও রূপান্তর পার্টনার পাবনা প্রতিশ্রুতির আয়োজনে সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ নাগরিক সংলাপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ মোখলেছুর রহমান। সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এবং জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক,সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। পাবনা প্রতিশ্রুতির প্রকল্প কর্মকর্তা আব্দুল আলিম (রিপন) এর পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ডি,আই’র প্রতিনিধি মাসুদ করিম, রুপান্তরের মনিটরিং কর্মকর্তা রবিউল হক,উপজেলা পঃ পঃ কর্মকর্তা গোলাম মহিউদ্দিন,সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাবেক সম্পাদক মানিক মিয়া রানা,সহকারি অধ্যাপক মিজানুর রহমান,উপজেলা দুদক সভাপতি গোলাম মওলা, প্রভাষক হাসিনা নুশরাত কেয়া প্রমুখ। উল্লেখ্য, এ নাগরিক সংলাপ কর্মশালার মাধ্যমে স্থানীয় সমস্যা সমূহের গুরুত্ব বিবেচনা করে সরকারের সরবরাহকৃত পরিসেবাকে আরও বেগবান ও গ্রহনযোগ্য করে তোলার লক্ষ্যে নাগরিকগণের সুচিন্তিতিত মতামত গ্রহন করা হয়

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments