শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে বসন্তবরণে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেশবপুরে বসন্তবরণে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জি.এম.মিন্টু: নাচ-গান, আলোচনা ও শোভাযাত্রারসহ বিভিন্ন আয়োজনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বসন্তবরণ অনুষ্ঠান বুধবার কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বসন্তবরণ উদযাপন কমিটির আয়োজনে বুধবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবলিক ময়দানে শেষ হয়। এখানে মুক্তমঞ্চে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বসন্তবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের জাতীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও নাসিমা সাদেক, নাগরিক সমাজের অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক সাইদুর রহমান সাঈদ। উদযাপন কমিটির সদস্য সচিব স্বপন মন্ডল ও মশিহুর রহমানের সঞ্চালনায় মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের পতœী শাহনাজ সুলতানা,উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ, শিক্ষক নেতা আজিজুর রহমান প্রমুখ। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments