বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম: লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে স্থানীয় পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ সভা আয়োজন করা হয়। এতে টি আই (ট্রাফিক প্রশাসন) মামুন আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, বিআরটিএ জেলা শাখার সহকারী পরিচালক আনোয়ার হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা বাস মালিক সমিতির সভাপতি নুর নবী প্রমুখ। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশের সেবা নেন, চাঁদাবাজ থেকে দূরে থাকুন। চালক ও মালিকদের রশীদ ছাড়া কোন ধরণের চাঁদা না দেওয়ার আহবান জানান পুলিশ সুপার। এসময় তিনি পুলিশের পক্ষ থেকে প্রতি মাসে দুই দিনব্যাপী চালকদের প্রশিক্ষন ও ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন। সড়ক দূর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী না উঠানো, যত্রতত্র গাড়ী থামানো ও পার্কিংয়ের বিষয়ে দিক নির্দেশনা দেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments