বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাএকদিনে দু’টি বাল্য বিবাহ, বর-কনেসহ ৪ জনের কারাদন্ড

একদিনে দু’টি বাল্য বিবাহ, বর-কনেসহ ৪ জনের কারাদন্ড

জি.এম.মিন্টু: যশোরের কেশবপুরে একই দিনে দু’টি বাল্য বিয়ের অপরাধে বর-কনেসহ ৪ জনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মিজানূর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হক পৃথক ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে তাঁদের বিরুদ্ধে এই দ-াদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাল্য বিয়ে দেয়ার অপরাধে উপজেলার শ্রীফলা গ্রামের লিয়াকত আলী সরদারের মেয়ে শ্রীফলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী শারমিন খাতুন ১ মাসের আটকাদেশ ও পিতা লিয়াকত আলী সরদারকে ৬ মাসের কারাদন্ড এবং একই অপরাধে উপজেলার বাগদাহ গ্রামের ফিরোজ আলমের ছেলে সৈকত হোসেন মিহিন (২১ কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নববধূ মাদ্রাসা পড়–য়া নবম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন খাতুনকে এক মাসের আটকাদেশ প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments