শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাপ্রেম নিবেদনকে কেন্দ্র করে জবিতে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ

প্রেম নিবেদনকে কেন্দ্র করে জবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

সদরুল আইন: রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার ও ভাস্কর্য চত্বরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাদারীপুর ও ময়মনসিংহ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

গুরুতর আহত ছাত্রলীগের এক কর্মীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মাদারীপুর গ্রুপ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ময়মনসিংহ গ্রুপের নেতাকর্মীরা সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেম নিবেদন ও এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে সোমবার (১৮ ফেব্রুয়ারি) মাদারীপুর গ্রুপের ৩-৪ জন কর্মীকে মারধর করেন ময়মনসিংহ গ্রুপের কর্মীরা।

দুপুরে মাদারীপুর গ্রুপের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা এবং ময়মনসিংহ গ্রুপের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন ও বহিষ্কৃত উপ-প্রচার সম্পাদক আনিসুর রহমান শিশিরের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে উভয়পক্ষ মিছিলের প্রস্তুতি নিলে বেলা সাড়ে ১২টার দিকে সংঘর্ষ ও দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টা শুরু হয়।

পরে পুলিশের কোতোয়ালি জোনের উপ-কমিশনার (ডিসি) শাহেন শাহ, জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম জানান, ‘ছাত্রলীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঢাকায় ফিরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments