মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় তিন গ্রামবাসীদের অর্থে সংস্কার চলছে এলজিইডির সড়কের কাজ

উল্লাপাড়ায় তিন গ্রামবাসীদের অর্থে সংস্কার চলছে এলজিইডির সড়কের কাজ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন গ্রামবাসিরাই এগিয়ে এসেছেন। অর্থের যোগান গ্রামবাসীরাই দিচ্ছেন। তাদেরই দেওয়া অর্থে শুরু হয়েছে আলমের দহ সড়কের সংস্কার কাজ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ আধাপাকা সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের চলাচল দূভোগের অবসান তারাই করছেন। জানা যায় উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর পাকার মোড় থেকে আঙ্গারু বাজার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। এটি আলমের দহ সড়ক নামে পরিচিতি পেয়েছে। প্রায় দেড়যুগ আগে এ সড়ক এলজিইডি থেকে পাকা করণের উদ্যোগ নেওয়া হয়। জগজীবনপুর মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কের হেরিং বন্ড করন হয়। এরপর অজ্ঞাত কারণে ঠিকাদার আর পাকা করণের কাজ করেন নি। গত দেড় যুগেও সড়কটি মেরামতে কিংবা পাকা করণে আর কোন উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে সড়কটি বড় ছোট গর্তে ভরপুর হয়ে যায়। বিভিন্ন স্থানে সড়ক ধসে যায়। এতে বিভিন্ন বাহন নিয়ে চলাচলে চরম দূর্ভোগ দেখা দেয়। প্রায়ই ঘটতে থাকে দূর্ঘটনা। স্থানীয় উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি) থেকে আঙ্গারু বাজার থেকে ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক গত বছর পাকা করণ করা হয়। এখন সড়কের মাঝের এ অংশের বেহাল দশার অবসানে সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরকার মুল উদ্যোগী ও উৎসাহদাতা হয়ে প্রথম এগিয়ে আসেন। তার আহব্বানে একটি বৈঠক হয়। সে বৈঠকে এ সড়ক পথে বেশি চলাচলকারী তিন গ্রামবাসীরাই অর্থ দিয়ে এর সংস্কারের সিদ্ধান্ত হয়। গ্রাম তিনটি হলো- আঙ্গারু, জগজীবনপুর ও শহরিয়ারপুর। তিন গ্রামের পরিবার প্রতি কম বেশি অর্থ দেওয়া হয়েছে বলে জানানো হয়। গত বুধবার থেকে সড়রকটির সংস্কার কাজ চলছে। এ সংস্কার কাজের উদ্ভোধনে সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমাল হোসেন বাদশা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আব্দুল আজিজ সরকার জানান জনগণের চলাচল দূর্ভোগের অবসানে তিনি উদ্যোগটি নিয়েছেন। স্থানীয় প্রকৌশল বিভাগ (এলজিইডি) সুত্রে জানা যায় প্রায় দেড় যুগ আগে একজন ঠিকাদারের মাধ্যমে সড়কটি পাকা করণের কাজ শুরু করা হয়েছিল। সে ঠিকাদার আধাপাকা অবস্থায় রেখে কাজটি আর করেন নি। তাকে বিলের কোন অর্থ দেওয়া হয়নি হলে জানানো হয়। এ সড়কটি পাকা করণে একটি প্রকল্প তৈরী করে জমা দেওয়া হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ হলে কাজ শুরু করা যাবে বলে জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments