শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় নৌকার টিকেট পেলেন যারা

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় নৌকার টিকেট পেলেন যারা

রবিউল ইসলাম খান: আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন পাঁচ জন। তার মধ্যে সদর উপজেলায় নৌকার মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, রায়পুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, রামগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন চৌধুরী, রামগতিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও কমলনগরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাষ্টার। শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন চুড়ান্ত করা হয়। দলের তৃণমূল নেতাদের সুপারিশ, সরকারি- বেসরকারি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম চূড়ান্ত করেন। প্রসঙ্গত, ঘোষিত তফছিল অনুযায় লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় এক যোগে ভোট অনুষ্ঠিত হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ। লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments