শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে মায়ের অবৈধ সম্পর্কের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে মায়ের অবৈধ সম্পর্কের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা

শফিকুল ইসলাম: জয়পুরহাট সদর উপজেলার চকবরকত এলাকায় জগদীশপুর গ্রামে এক নারীর সাথে অবৈধ সম্পর্কের সন্দেহে নবীবর রহমান (৭০) নামে এক বৃদ্ধকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ওই নারীর সন্তানেরা। রোববার দিবাগত রাতে উপজেলার জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় নবীবরের ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে ওই নারীর দুই ছেলে ও প্রতিবেশী একজনসহ তিন জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ঘটনার সাথে জড়িত প্রতিবেশী একজন ও সহদর দুই ভাইসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জগদীশপুর গ্রামের মৃত মোশরেক আলীর স্ত্রীর সাথে একই এলাকার মৃত হযরত আলীর ছেলে নবীবর রহমানের (৭০) অবৈধ সম্পর্ক আছে এমনটাই সন্দেহ মোশরেক আলীর সন্তানদের। এরই জের ধরে ওই নারীর সন্তানরা নবীবর রহমানকে হত্যা করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে। হঠাৎ করে রোববার রাত সাড়ে ১০টার দিকে বৃদ্ধ নবীবর রহমান বাড়ির পার্শ্বে একটি ভূষি মালের দোকানে কিছু কেনার জন্য গিয়ে রাতে সে আর বাড়ীতে ফিরেনি। গভীর রাতের কোন এক সময়ে ওই বৃদ্ধকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তাকে ওই গ্রামের মাঠে ফেলে দেয়। সোমবার সকালে এমন খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনায় বৃদ্ধের ছেলে আমজাদ হোসেন বাদী হয়ে ওই নারীর দুই ছেলেসহ তিন জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ওই গ্রামের প্রতিবেশী জামিরুলের ছেলে সোহাগ এবং ওই নারীর দুই ছেলে সহদর দুই ভাই রাসেল ও আজমকে ওই গ্রামের মাঠ থেকে গ্রেফতার করেছে। তিনি আরও জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ওই বৃদ্ধকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments