বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, উৎসুক জনতার ভিড়

লক্ষ্মীপুরে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস, উৎসুক জনতার ভিড়

রবিউল ইসলাম: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে হোসাইন আহমদ এর বাড়িতে নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দুপুর থেকে তা শুরু হয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত গ্যাস বের হওয়া অব্যাহত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। এ দিকে খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে গ্যাস বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ এলাকার লোকজন দেখতে যায় ওই বাড়িতে। ট্রমচর গ্রামের ধনু মিয়া বাড়ির হোসেন আহমদ জানান, বাড়ীতে গভীর নলকূপ বসানোর পর পরই পাইপের পাশ দিয়ে বুদ বুদ শব্দ বের হয়। পরে ম্যাচের কাঠি জ্বালিয়ে পাশ্ববর্তী নলকূপের পাইপের মুখে দিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভীড় জমাচ্ছেন। তিনি আরও বলেন, নলকূপ বসানো শেষে মাটি ফেটে ৩০/৪০ হাত উপরে মাটি উঠে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নলকূপের পাশে দিয়ে মাটি বরাট করে তা বন্ধ করের্ দেওয়া হয়। একপর্যায়ে পাশ্ববর্তী নলকূপ থেকে গ্যাস বের হওয়া শুরু হয়। পরে ঘটনারস্থল পরিদর্শন শেষে লক্ষ্মীপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন উপসহকারী প্রকৌশলী মো: বোরহান উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, পকেট গ্যাস হতে পারে। যদি আগুনের পরিমাণ আরো বেড়ে যায় তাহলে পরিক্ষা-নিরিক্ষা শেষে সংরক্ষণের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments