শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় ২ জনকে কারাদন্ড

কেশবপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় ২ জনকে কারাদন্ড

জি.এম.মিন্টু: যশোরের কেশবপুরে মাদ্রাসা ছাত্রীকে উক্তত্য করায় দু’বখাটেকে ১বছর করে কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। শনিবার বিকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে ওই দু’বখাটের বিরুদ্ধে এই দন্ডাদেশ প্রদান করেন। জানাগেছে, উপজেলার ভালুকঘর ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী শিকারপুর গ্রামের সুমাইয়া ও শেখা খাতুন শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ী যাওয়ার পথে স্থানীয় গনির মোড়ে পৌঁছালে পূর্বথেকে ওঁৎপেতে থাকা ভালুকঘর গ্রামের হযরত আলীর বখাটে ছেলে সেলিম রেজা(২৫) ও তাঁর সহযোগী যশোর শেখ হাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন(৩০) প্রথমে ওই দু’ছাত্রীকে কু- প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় বখাটেরা দু’ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ছাত্রীদের আতœচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে দু’বখাটে আটক করে ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জের হাতে তুলে দেয়। এলাকার একটি মহল বখাটেদের ছাড়ানোর জোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভালুকঘর ফাঁড়ির ইনচার্জ আটক দু’বখাটেকে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোর্পদ করলে ভ্র্যাম্যামান আদালত বসিয়ে তাঁদেরকে এক বছর করে জেল প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments