শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বিদ্যালয় ভবনের ছাদে চলছে পাঠদান

উল্লাপাড়ায় বিদ্যালয় ভবনের ছাদে চলছে পাঠদান

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে শিক্ষার্থীদের পাঠদান চলছে। ক্লাসরুমের সংকটে বাধ্য হয়ে ভবনের ছাদটিতে সামিয়ানা টানিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেয়া হয়। এদিকে বিদ্যালয়ে ভবনের দুটি কক্ষে শিক্ষার্থীদের দু’শিফটে পাঠদান চলে। জানা যায, উপজেলার সংলগা ইউনিয়নের তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ২শ ৭৭ জন। শিক্ষক আছেন ৩ জন। বিগত ২০১১-২০১২ অর্থ সালে প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের একটি পাকা একতলা ভবন নির্মান করা হয়। এ ভবনে মোট তিনটি কক্ষ রয়েছে। এর একটি অফিস রুম ও বাকী দুটি রুমে শিক্ষার্থীদের পাঠদান চলে। বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সংখ্যা ৪৭ জন। জানা যায়, প্রথম শিফটে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদেরকে দুটি রুমে পাঠদান চলে। দ্বিতীয় শিফটে দুটি রুমে তৃতীয় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়। ৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার্থীদের স্কুলের ছাদেই পাঠদান চলে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাজেদুল ইসলাম মিন্টু জানান, চারতলা ফাউন্ডেশনের ভবনটিতে দোতলা নির্মান করা হলে সমস্যা সমাধান হবে। প্রধান শিক্ষক মোছা. লতিফা খাতুন জানান, ক্লাসরুমের সংকটে ছাদে এ পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী জানান, বিদ্যালয়টিতে ক্লাসরুমের সংকটের অবসানে দোতলা নির্মানে জোর গুরত্ব দেয়া হয়েছে। বিষয়টি উর্দ্ধতন র্কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, বিদ্যালয়টির ক্লাসরুমের সংকট বিষয়টি শিক্ষা কমিটির সভায় আলোচনা হয়েছে। এ সমস্যা সমাধানে ভবনের দোতলা নির্মানে চাহিদা ও প্রস্তাবনা পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments