বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর সিটি রচনা প্রতিযোগীতায় জাইকা সিফোরসি পুরস্কার বিতরণ

রংপুর সিটি রচনা প্রতিযোগীতায় জাইকা সিফোরসি পুরস্কার বিতরণ

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নগরবাসীর অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্ন নগর গড়তে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে নগর ভবন প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাইকা সিফোরসি প্রকল্পের ডেপুটি টিম লিডার টাইসুকে টকোকা, জাইকা সিফোরসি প্রকল্পের সিটি গভর্ন্যান্স স্পেশালিষ্ট ব্রজ কিশোর ত্রিপুরা। বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, শিক্ষার্থী আরিফা আক্তার, দিশা আক্তার, এহসানুল হক তানভীর প্রমুখ। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শ প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন বিজয়ীকে জাইকা সিফোরসি কর্তৃক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন । এছাড়াও রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, শালবন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুলকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments