বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাবাহুবলে উপজেলা প্রকৌশলী আটক করায় লক্ষ্মীপুরে মানববন্ধন

বাহুবলে উপজেলা প্রকৌশলী আটক করায় লক্ষ্মীপুরে মানববন্ধন

মো: রবিউল ইসলাম: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলী মহি উদ্দিন কে হাতকড়া পরিয়ে আটক করে ক্ষমতায় অপব্যবহার করে গ্রেফতার করার ঘটনায় জড়িত উপজেলা নির্বাহী অফিসার মো: জসিম উদ্দিন কে বাহুবল থেকে অপসারণ করার দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার সকালে জেলা কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে এম রশিদ আহমদ, সিনিয়র সহকারী প্রকৌশলী মো: আনোয়ার ফারভেজ, সহকারী প্রকৌশলী মো: আলী প্রমুখ। এসময় উপজেলা প্রকৌশলীসহ এলজিইডি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গত ৬ মার্চ হবিগঞ্জ বাহুবল উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জসিম উদ্দিন ক্ষমতা অপব্যবহার করে সম্পূর্ণ বেআইনি ভাবে হাত কড়া পরিয়ে গ্রেফতার করে। বক্তারা আরও বলেন, সরকারী কর্মচারী আইন ২০১৮ এর (৪১)১ ধারা অনুযায়ী কোন ফৌজদারী মামলায় আদালতে অভিযুক্ত হওয়ার পূর্বে কোন সরকারী কর্মকর্তা কে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতারের বিধান নেই। অথচ আইন অমান্য করে ক্ষমতার অপব্যবহার করে উপজেলা প্রকৌশলী কে হাত কড়া পরিয়ে গ্রেফতার করে ক্ষমতা অপ্যবহার ও আইন ভঙ্গ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনায় তারা প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাহুবল থেকে অপসারণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments