মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বখাটের উৎপাতে এক ছাত্রীর পড়ালেখা অনিশ্চিত

উল্লাপাড়ায় বখাটের উৎপাতে এক ছাত্রীর পড়ালেখা অনিশ্চিত

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জে উল্লাপাড়ায় এক যুবকের বখাটেপানায় ১০ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ নূপুর খাতুনের পড়ালেখা অনিশ্চিত হয়ে বলে জানা যায়। স্থানীয় এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নূপুর উল্লাপাড়ার রামকান্তপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে। সে ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থী বলে জানা যায়। এনিয়ে নূপুরের মা মোছাঃ গোলাপী খাতুন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। অভিযোগে জানা যায় একই রামকান্তপুর গ্রামের মৃত মতিন সরকারের ছেলে মোঃ আলমগীর হোসেন ক’জনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার রাস্তায় নুপুর খাতুনকে উত্ত্যক্ত এবং তাকে বিয়ের প্রস্তাবসহ নানা কুকর্মের প্রস্তাব দিয়ে আসছে। এ ব্যাপারে নূপুর খাতুন আপত্তি জানালে তাকে দেখে নেওয়ার এবং প্রয়োজনে ভুয়া কাবিনামা করে জোরপূর্বক বিয়ে করার হুমকি দিতে থাকে। গত ক’দিন আগে এনিয়ে গ্রামে অনুষ্ঠিত একটি শালিশি বৈঠকে অভিযুক্ত আলমগীর হোসেনের পরিবার থেকে নুপুরকে আর উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপরেও আলমগী তার বখাটেপানা চালিয়ে যাচ্ছে। এদিকে শিক্ষার্থীর মা গোলাপী খাতুনের অভিযোগে আরো জানা যায় গত ১৫ জানুয়ারি সিরাজগঞ্জ নোটারী পাবলিক কার্যালয় থেকে নুপুরের সঙ্গে আলমগীরের বিয়ে হয়েছে মর্মে একটি এ্যাফিডেভিট তৈরি করে আলমগীর তা বিভিন্ন মাধ্যমে প্রচার করে। এ এ্যাফিডেভিটটি সম্পুর্ণ ভুয়া বলে বলে জানানো হয়। তিনি তার মেয়ের লেখাপড়ার স্বার্থে আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এবিষয়ে শিক্ষার্থীর নূপুর খাতুনের বক্তব্যে সে এমন অবস্থায় স্কুলে ক্লাশ করতে না পারায় পড়ালেখায় চরম ক্ষতি হচ্ছে। এছাড়াও সে অনেকটা ভয়ভীতির মাঝে দিন পার করছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করলে উপ-পরিদর্শক মোঃ মোশারফ হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে আলমগীর পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের জোড় চেষ্টা চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, নুপুরের মায়ের অভিযোগপত্র তিনি পেয়েছেন। অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments