রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লার চান্দিনায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কুমিল্লার চান্দিনায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মো.ওসমান গনি: কুমিল্লা জেলার চান্দিনায় কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার পর থেকে শুরু হওয়া ওই ঝড়ে লন্ড-ভন্ড হয়ে যায় বাড়ি-ঘর, বৈদ্যুতিক লাইনসহ শিক্ষা প্রতিষ্ঠান। প্রচন্ড ঝড় বাতাসে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয়ের একমাত্র দ্বিতল ভবনটির টিনের চালা উল্টে যায়। বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভবনটির উপরে টিনের চালা দেওয়া ছিল। ওই ভবনে ৬টি টয়লেট ও একটি শ্রেণী কক্ষ ছিল। রবিবার রাতের ঝড়ো বাতাসে ওই ভবনটির টিনের চালা উল্টে মাটিতে পড়ে যায়। ভেঙ্গে যায় ভবনটির দেয়াল। উপজেলার সদরে অবস্থিত সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাস ব্যাপী শিল্প বাণিজ্য মেলার প্রধান ফটক সহ দোকান-পাট লন্ড-ভন্ড হয়ে যায়। মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত প্রধান ফটকটি। হঠাৎ ঝড়ো হাওয়ায় ভেঙ্গে পড়েছে ওই আকর্ষণীয় ফটকটি। উপজেলার শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, শিলা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় আবাদকৃত ভুট্টা গাছগুলো মাটিতে মিশে গেছে। এছাড়া অনেক স্থানে ছোট-বড় গাছ-পালা ভেঙে গিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, অন্যান্য উপজেলার তুলনায় চান্দিনাতে অনেক বেশি ক্ষতি হয়েছে। বেশির ভাগ লাইনে গাছপালা পরে বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে গেছে। যারফলে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। সোমবার সকাল থেকে সকল লাইনে কাজ শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত সকল লাইন চালু করা সম্ভব হয়নি। আমাদের লোকজন লাইনের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া জানান, ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে আমরা ইউনিয়ন ভিত্তিক ক্ষয়-ক্ষতির তালিকা তৈরি করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments