শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রী নিহত

সুন্দরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রী নিহত

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র সাড়ে ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রী নিহত ও আর একজন আহত হয়েছে। পৃথক ঘটনাস্থলের স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সুন্দরগঞ্জ থেকে শোভাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জরমনদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ববিতা রাণী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী যাত্রিবাহী অটোবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে মাহিগঞ্জ নামক স্থানে পৌঁছিলে ববিতা রাণী মারা যায়। ববিতা রাণী উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের স্বপন কুমার বর্মণের মেয়ে। সে স্কুল ছুটির পর বাড়ি যাবার জন্য রাস্তায় উঠলে এ দুর্ঘটনার স্বীকার হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। জানতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদেরকে অনুরোধের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনেন। এ ঘটনার সাড়ে ৩ ঘন্টাপূর্বে সন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গাগমী আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রাক চাপায় সুমী আক্তার নামে বাইসাইকেল আরোহী নবম শ্রেণির এক ছাত্রী নিহত ও তার বান্ধবী শাহানাজ আক্তার আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। নিহত সুমী আক্তার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র (জানেরপাড়) গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানাজ একই গ্রামের শাহআলমের মেয়ে। তারা দু’জনই মনমোহিনী উচ্চ বিদ্যালয়ের ৯ম ছাত্রী। সকালে তারা জ্যোতি কোচিং সেন্টার থেকে একই বাইসাইকেলযোগে নিজ নিজ বাড়িতে যাবার পথে ছাইতানতলা বাজারের অদূরে শাখা মারা ব্রিজের নিকট পৌঁছিলে ট্রাক চাপায় নিহত ও আহতের ঘটনা ঘটে।
থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ স্কুল ছাত্রীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা ও আহত ছাত্রী শাহানাজ আক্তারকেও অর্থিক সহায়তা প্রদান করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments