শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় ডায়রিয়ার প্রকোপ, ৬ দিনে ৪০ রোগী হাসপাতালে

কেন্দুয়ায় ডায়রিয়ার প্রকোপ, ৬ দিনে ৪০ রোগী হাসপাতালে

হুমায়ুন কবির: নেত্রকোণায় কেন্দুয়া উপজেলায় মারাত্মক আকারে ডায়রিয়া দেখা দিয়েছে। গত ৬ দিনে উপজেলা হাসপাতালে ৪০ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসা নিয়েছেন। রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বেডে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িও ফিরেছেন। কথা হয় হাসপাতালে ভর্তি নওপাড়া গ্রামের ইয়াসিন ও তার স্ত্রী ইতি আক্তার, পৌরসভার দিগদাইর গ্রামের মদিনা, আবুল কাসেম, কচন্দরা গ্রামের শিশু নোয়াবা (৫মাস) এর মা এবং কবিচন্দ্রপুর গ্রামের হাওয়া আক্তারের সঙ্গে তারা জানান, হঠাৎ করেই পেট ব্যথা থেকেই পাতলা পায়খানা শুরু হয়। একাদিক বার পাতলা পরই শরীর দূর্বল হয়ে পড়ে। এ বিষয়ে ডাক্তার আশরাফুজ্জামান জানান, এলাকায় প্রচুর ডায়রিয়া দেখা দিয়েছে। প্রতিদিন ৮/১০ জন রোগী ভর্তি হচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, সচেতনেতার অভাবে অনেকের ডায়রিয়া হচ্ছে। শনিবার সন্ধ্যা হতে রবিবার সকাল পর্যন্ত মহিলা ৪ জন পুরুষ ৩ জন এবং শিশু ৩ জন আক্রান্ত হয়ে ভর্র্তি হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments