শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলা২৬ মার্চ উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ উদ্বোধন করা হবে

২৬ মার্চ উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ উদ্বোধন করা হবে

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৬ মার্চ মঙ্গলবার আলাদা দু’টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ উদ্বোধন করা হবে। সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এর উদ্বোধন করবেন বলে জানা যায়। উল্লাপাড়া উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ঘাটিনা রেল সেতুর কাছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর নির্মান কাজ বাস্তবায়ন করেছে। এতে নির্মান ব্যায় হয়েছে ৩২ লাখ ৭১ হাজার ২শ ৬৩ টাকা বলে জানা যায়। মুল সৌধটি ৫৫ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থ বলে জানা যায়। উল্লেখ্য, উল্লাপাড়া ঘাটিনা রেল সেতু এলাকাতে একাত্তরের মহান মুত্তিযুদ্ধ কালে ২৪ এপ্রিল পাক সেনাদের সিরাজগঞ্জে প্রবেশের সময় বীর মুক্তিযোদ্ধাগণ প্রতিরোধ গড়ে তোলেন। সেদিনের প্রতিরোধ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে ১৫ জন পাক সেনা নিহত হয়। এদিকে প্রায় ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ হয়েছে। পৌরসভার বাখুয়া খলিশাগাড়ী বিল এলাকায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাশে আধুনিক স্থাপত্যের তিন তলা কমপ্লেক্স ভবনটি নির্মান করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। সোয়া আট শতক জমিতে কমপ্লেক্স ভবনটি নির্মানে ২ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৪ শ ৫৬ টাকা ৫৩ পয়সা ব্যয় হয়েছে বলে জানা যায়। তিন তলা ভবনটিতে একটি মিলনায়তন ও বানিজ্যিকভাবে ভাড়া দেওয়ার জন্য ১২ টি দোকান ঘর আছে। এছাড়া ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুর‌্যাল স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বেলা এগারোটায় এ কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এরপর বিকেলে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটি তিনি উদ্বোধন করবেন বলে জানা যায়। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মানে উল্লাপাড়ার বীর মুক্তিযোদ্ধাদের সভা সমাবেশের নিজস্ব স্থায়ী ঠিকানা হলো। এছাড়া ঘাটিনায় মুক্তিযুদ্ধের নির্মানে বর্তমান ও আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভালভাবে জানতে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments