শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীতে ভিজিডি কার্ড নিয়ে দ্বন্ধে চেয়ারম্যান-মহিলা সদস্যা হাতাহাতি

চৌহালীতে ভিজিডি কার্ড নিয়ে দ্বন্ধে চেয়ারম্যান-মহিলা সদস্যা হাতাহাতি

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে ভিজিডি কার্ড নিয়ে দ্বন্ধে চেয়ারম্যান-মহিলা সদস্যের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান আব্দুল মতিন লাঞ্চিত ও ইউপি সদস্যা আলেয়া বেগম আহত হয়েছে। তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষ দর্শীরা জানান, বুধবার দুপুরে চৌহালী উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা আলেয়া বেগম উপজেলা পরিষদে অবস্থান করা কালে চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের সাথে দেখা হয়। তখন অতিরিক্ত ভিজিডি কার্ড দাবী করে উত্তেজিত হয়ে চেয়ারম্যান আব্দুল মতিনের পাঞ্জাবী ধরে মারধর শুরু করলে সেও চড় থাপ্পর দেয়। তখন এরপর পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এরপর কানে আঘাত প্রাপ্ত ইউপি সদস্যাকে পাশ্ববর্তী নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার কানের এক পাশ ফেটে গেছে বলে পুত্র মিলন পাশা জানিয়েছেন। সে জানায়, তার মাকে পরিষদের অধিকাংশ সুযোগ সুবিধা হতে বঞ্চিত করে রেখেছে চেয়ারম্যান। তার জবাব চাওয়াতেই তাকে মারধর করা হয়েছে। এদিকে চেয়ারম্যান আব্দুল মতিন জানান, এবার পরিষদের প্রাপ্ত ৪৭৮টি ভিজিডি কার্ড ইউপি সদস্যদের বন্টন দেয়া হয়েছে। নারী সদস্য আলেয়া বেগমও ২১টি কার্ড পেয়েছিল। তিনি ৩০ জনের অধিকের কাছ থেকে কার্ড বিক্রি করে দিয়ে টাকা নেয়ায় ভুক্তভোগীদের রোশানলে পড়ায় আমার কাছে অতিরিক্ত কার্ড দাবী করে না পাওয়ায় হামলা চালিয়েছে। আমাকে মারধর করে পাঞ্জাবী ছিড়ে দিয়েছে। ঘটনাটি খুবই দুঃখ জনক। এদিকে বিষয়টি নিয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির ও ওসি জাহাঙ্গীর আলম জানান, অনাকাঙ্খিত ভাবে এই ঘটনায় আমরা মর্মাহত। ইউপি সদস্যা উত্তেজিত ভাবে প্রথমে হামলা চালানোয় দুই জনপ্রতিনিধির হাতাহাতি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments