মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুরে ইসহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার ভাইস পিন্সিপাল মোঃ মোস্তাফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মাদ্রাসা সংলগ্ন বিশ্বাসবাড়ি নামক স্থানে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ওপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষার্থী আনাম হোসেন, জসিম উদ্দিন, রাজু, তরিকুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা মাদকসেবী সন্ত্রাসী মোঃ তরিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, এ হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন করার ঘোষনা দেন। অবিলম্বে দ্রুত এ হামলার বিচার না হলে তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন। শিক্ষার্থীদের এ কর্মসূচির সাথে অত্র মাদ্রাসার শিক্ষকরা একাত্বতা ঘোষনা করেন। তরিকুল অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বাবুলের ছেলে। উল্লেখ্য, গত সোমবার (২৫ মার্চ) ঐ মাদ্রাসায় প্রবেশ করে ভাইস পিন্সিপাল মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের ওপর হামলা চালায়। এক পর্যয়ে ক্ষিপ্ত হয়ে তরিকুল ঐ শিক্ষককে লাইব্রেরী কক্ষে বসেই জুতাপেটা করে। এ ঘটনায় এলাকার অভিবাবক মহল ক্ষোভ প্রকাশ করেছে। ক্যাপশনঃ রাজাপুরে শিক্ষার্থীদের মানববন্ধনের একাংশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments