বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে শুভ হত্যা কান্ডের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

রাজাপুরে শুভ হত্যা কান্ডের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুরে কলেজ শিক্ষার্থী মেহেদি হাসান মনিব শুভর নৃশংস হত্যা কান্ডের ঘটনায় আজ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের পিতা মোঃ আবদুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অগ্যত ৬ জন মোট ২১ জনকে আসামী করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৬ তারিখ ২৮ মার্চ। মামলার আসামিরা হলো নিয়ামত উল্লা (২৪), নবীন (২৪), জসিম (৩০), শাহিন (২৩), বিল্লাল হাং (৪২), বেল্লাল ফকির (৪০), হেলাল ফকির (৩৫), ফয়সাল ফকির (৩২), মাহবুব (২২), ইসরাফিল (৪৫), হাসিব (২১), জুয়েল (২২), আঃ ছালম (৫৫), আমজেদ আলী ফকির (৫৮), এনাম (৩৫) সহ অজ্ঞাত ৫/৬। উল্লেখ্য গত ২৫ মার্চ সোমবার রাতে উপজেলার বড়ইয়া গ্রামের মোঃ আবদুল্লাহ আল মাহবুবের ছেলে শুভকে তার বন্ধু নেয়ামত সন্ধ্যা ৭টায় পিকনিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। নেয়ামতের বাড়িতে রাতের (পিকনিকের) খাওয়া-দাওয়া শেষে ঐ রাতে শুভকে নিজ বাড়িতে আগিয়ে দিয়ে আসার নাম করে পথিমধ্যে বন্ধু মহল সহ মামলার অন্য আসামিরা চাইনিজ কুড়াল, চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি কোপ দেয়। কোপে আহত হয়ে শুভ পশ্চিম বড়ইয়া বিলের বাড়ি এলাকায় নামক স্থনে খোলা মাঠের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আসামিরা শুভকে মাটিতে চেপে ধরে কুপিয়ে ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এছাড়াও অন্য হাত ও পা কুঠাল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে শুভকে ঘটনা স্থলে ফেলে রেখে যায়। পরে সকালে স্থানীয়রা রক্তাক্ত জখম হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় শুভকে খোলা মাঠের মধ্যে দেখতে পেয়ে তার পরিবারের লোকজন খবর দেয়। পরিবারের লোকজন শুভকে উদ্ধার করে বরিশাল মেডিকেলে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনের তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে পথিমধ্যে পুলিশ শুভর জবান বন্দী রেকর্ড করে। মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) মাঈন উদ্দিন জানান, মামলা দুই আসামি ইসরাফিল ও এনারুলকে ঢাকা যাওয়ার পথে রাজবাড়ি থেকে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments