শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতি১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার: নূর

১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার: নূর

মহিনুল ইসলাম সুজন: নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে বর্তমান ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার।১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। আর বিএনপি জামায়ত ২০০১ সালে ক্ষমতায় এসে মানুষের স্বাস্থ্যসেবার জন্য নির্মিত ক্লিনিক গুলি বন্ধ করে দেন। তাদের সময় স্বাস্থ্যসেবা চিরদিনের জন্য অনিশ্চিত হয়ে পড়েছিল। বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আধুনিক সদর হাসপাতাল রোড সংল্গন এ, আর জেনারেল হস্ধসঢ়;পিটালের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেই ক্লিনিকে এখন অল্প খরচে ঘরে বসে গ্রামের তৃর্ণমূল নারীদের সন্তান প্রসবের সুযোগ পাচ্ছে। এক সময় চিকিৎসার সাহায্যের জন্য মানুষ আমার কাছে ছুটে আসতো। কিন্ত এখন আর একটি মানুষকেও সাহায্য দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না। কারন সরকারীভাবে ওই কমিউনিটি ক্লিনিকে ৩৫ প্রকারের ওষুধ দেয়া হচ্ছে। তাছাড়া এখন মানুষের আয়ও বেড়েছে। এটাই শেখ হাসিনার সরকারের ধারাবাহিক উন্নয়ন। চিকিৎসা ক্ষেত্রে তিনি আরো বলেন, সরকারের কিছু কিছু বিষয়ে সিমাবদ্ধতা রয়েছে। কারন ১৬ কোটি মানুষের দেশে এক কোটি মানুষ অসুস্থ্য হলেও তাদের সেবা নিশ্চিত করতে হয়। সেখানে কিছুটা আমাদের সংকোট রয়েছে। আমরা এখনও ধনী দেশ হতে পারি নাই। কেবল আমরা উন্নয়নশীল দেশে অবস্থান করছি। এর প্রেক্ষিতে আজ ৩০ বিছানার এ, আর জেনারেল হাসপাতালের উদ্ধোধন হলো। এটি নীলফামারী উন্নয়নের একটি সুফল। আসাদুজ্জামান নূর উন্নয়নের ব্যাপারে বলেন, নীলফামারীতে বড় কোন ধরনের উন্নয়ন বাকি নেই। আমরা কিছুদিন আগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মেডিকেল কলেজ পেয়েছি। সৈয়দপুর টু নীলফামারী ফোর লেন রাস্তার কাজ চলমান আছে। অর্থনৈতিক জোন হচ্ছে। উত্তরা ইপিজেড হয়েছে। সেখানে ৩৫ হাজার নারী পুরুষ কাজ করছে। আগামী ১০ বছরে সেখানে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আলীম উদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে হস্ধসঢ়;পিটালের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,ক্রিয়েটিভ ম্যাট্ধসঢ়;সের অধ্যক্ষ ডা. রেজাউল করিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, এ, আর হস্ধসঢ়;পিটালের চেয়ারম্যান আব্দুর রউফ (রউফুল), পরিচালক মিল্লাদুর রহমান মামুন, হাসান রাব্বী প্রধান প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments