শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি

কেশবপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি

জি .এম. মিন্টু: কেশবপুরে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং-এর কারণে জনজিবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
জানাগেছে, কেশবপুরের পল্লী বিদ্যুতের উদাসীনদা ও খাম-খেয়ালিপনায় উপজেলা ব্যাপী ব্যাপকভাবে বৈদ্যুতিক লোডশেডিং চলছে। ২৪ ঘন্টায় ৪ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে সন্দেহ রয়েছে। সন্ধ্যার পর থেকে একে বারেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। যার ফলে এইচ এস সি পরীক্ষার্থী-সহ কোমল মতি শিক্ষার্থীদের লেখা-পড়ার দারুণভাবে বিঘœ ঘটছে। এভাবে চলতে থাকলে কেশবপুর উপজেলা মেধাশূন্য হয়ে পড়ার আশংকা রয়েছে। ঘন ঘন লোডশেডিং-এর কারণে ইলেকট্রনিক্স মালামালে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। ভাপসা গরমে উপজেলাবাসি অতিষ্ট হয়ে পড়েছে। ফ্রীজে রক্ষিত খাদ্য সামগ্রী নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মোবাইলে চার্চ না দিতে পারায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাংবাদিকরাও লোডশেডিং-এর কারণে নিউজ লিখতে পারছে না। এ ব্যাপারে কেশবপুর পল্লী বিদ্যুৎ বিভাগের কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় উপজেলা ব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে পল্লী বিদ্যুতের লোড শেডিং বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্র্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগি উপজেলা বাসি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments