শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসংবাদ প্রকাশের পর সাপাহারে ৩টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত

সংবাদ প্রকাশের পর সাপাহারে ৩টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত

বাবুল আকতার: বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবেশ আইন অমান্য করে ইট ভাটা পরিচালনা করায় নওগাঁর সাপাহারে তিনটি ইট ভাটা মালিকের নিকট থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিট্রেট উক্ত ইট ভাটায় গিয়ে এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুর আলী। এ সময় সেখানে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন। উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুল ডাঙ্গা রামাশ্রম গ্রামে অবস্থিত টাটা ইট ভাটায় সম্পূর্ন কাঠ পুড়িয়ে ইট তৈরী স্থায়ী চিমনী না থাকায় ওই ভাটার মালিক কে ৪০ হাজার টাকা, অনাদায়ে ১মাসের জেল ও জরিমানা উভয়, ও কলমুডাঙ্গা মাঠে অবস্থিত সততা ইট ভাটা কাঠ পোড়ানোর দায়ে ২০ হাজার টাকা ও হক ইট ভাটার ২০ হাজার টাকা জরিমানা সহ মোট ৮০হাজার টাকা আদায় করেন। এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুর আলী জানান, পরিবেশ আইন অমান্য ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে তাদের নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে আগামী ১ মাসের মধ্যে প্রত্যেকটি ভাটা পরিবেশ বান্ধব করে গড়ে তোলার শর্তে বন্ড লিখে নেওয়া হয়। পরিবেশ বান্ধব ভাবে ভাটা পরিচালনার বিষয়ে ৩টি ইট ভাটার মালিক কে কঠোর হুশিয়ারী দেওয়া সহ ভবিষ্যতে এ অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments