বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাপহেলা বৈশাখ উপলক্ষে রংপুর বিভাগে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা

পহেলা বৈশাখ উপলক্ষে রংপুর বিভাগে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা

জয়নাল আবেদীন: র‌্যাব- ১৩ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেছেন, মৌলবাদীদের কোন কথায় এদেশের মানূষ তাদের প্রাণের উৎসবগুলো পালনে পিছনা হবেনা। বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রোভার্স পেট্রোলিং এর পাশাপাশি সাদা পোষাকে কঠোর নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে প্রেস ব্রিফিং কালে এসব কথা বলেন। র‌্যাব-১৩ প্রধান বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাঙ্গালি সাংস্কৃতির ঐতিহ্যকে ধারন করে সকল অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে। তিনি বলেন, এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে রংপুর বিভাগের কোন জায়গায় বিশৃংখলা সৃষ্টি কিংবা নাশকতা সন্ত্রাস করার যে কোন অপচেষ্টা কঠোর ভাবে মোকাবেলা করা হবে। সেই সাথে আমাদের সাংস্কৃতির সাথে সংগতিপুর্ন নয় যেমন পহেলা বৈশাখের নামে বেহায়াপনা, অশ্লীলতা , জুয়া হাউজি মাদক সেবন কঠোর ভাবে দমন করা হবে। তিনি বাঙ্গালীর প্রানের উৎসবকে পালন করতে সব ধরনের সহায়তা দিবে র‌্যাব বলে জানান। এ সময় র‌্যাবের উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যাব ১৩ এর দল নগরীতে টহল প্রদান করে মহড়া দেয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments