বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাযশোরে ট্রেনে কাটা পড়ে পুলিশ পরিদর্শক নিহত

যশোরে ট্রেনে কাটা পড়ে পুলিশ পরিদর্শক নিহত

কাগজ প্রতিনিধি: যশোরে মোহাম্মদ সেলিম (৫৮) নামে এক পুলিশ পরিদর্শক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের মুড়িলী রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা বিষয়টি পরিষ্কার নয়।

নিহত সেলিম যশোর পুলিশলাইনে সশস্ত্র পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মতিয়ার রহমানের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, পুলিশলাইনে সশস্ত্র পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত ছিলেন সেলিম।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আত্মহত্যা করার কোনো কারণ দেখছি না।

যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) উপপরিদশর্ক তারিকুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে খুলনাগামী ট্রেনে কাটা পড়েন মোহাম্মদ সেলিম।

খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি যশোর পুলিশলাইনের রিজার্ভ ফোর্সে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা- সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন সেলিম। ট্রেনের বাতাস তাকে টেনে নিয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments