শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে সড়ক নিরাপত্তা আইন ও বিধি বিষয়ে কর্মশালা

জয়পুরহাটে সড়ক নিরাপত্তা আইন ও বিধি বিষয়ে কর্মশালা

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে সড়ক নিরাপত্তা আইন, বিধি বিষয়ে সতর্কতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জয়পুরহাট সদও উপজেলা মজিবর রহমান ঢালি মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন শেষে বক্তব্য দেন সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। এসময় সদর উপজেলা প্রকৌশলী সেহাদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাক হোসেন জোয়ার্দার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, বিআরটিএ মোটরযান পরিদর্শক মানস কুমার চক্রবর্তী। কর্মশালায় সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট সকলের দক্ষতা, আবসাদ গ্রস্থতা, মানষিক সুস্থ্যতা, অবৈজ্ঞানিক, লক্কর, ঝক্কর ও ওভার লোডেড যান ব্যভহারের ঝুঁকি, ওভার স্পীড এবং বাংলাদেশে দূর্ঘটনার প্রেক্ষাপট/সম্পদের ক্ষতি ও প্রানহানীর তথ্য বিশ্লেষন, সড়ক আইন, বিধি বিধান, ড্রাইভিং প্রশিক্ষণ, গাড়ী রেজিঃ গাড়ীর ফিটনেস বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর আলোকপাত করা হয়। কর্মশালায় এলজিইডি, সড়ক বিভাগ, বিআরটিএ’র প্রকৌশলী ও কর্মকর্তারা প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপ-সহকরি কৃষি কর্মকর্তা, গুনি শিক্ষক, পেশাদার গাড়ি চালকসহ স্থানীয় গন্যমান্যরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments