শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ১ হাজার ৯শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

চান্দিনায় ১ হাজার ৯শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

মো. ওসমান গনি: ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে চান্দিনা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অায়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় অাউশ/২০১৯ – ২০২০ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি। উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চান্দিনা পৌরসভার মেয়র মোঃ মফিজুল ইসলাম।

সহকারী উপজেলা কৃষি অফিসার মো ইকবাল হোসেন সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোছা: আফরিনা অাক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী , কৃষক ডা: আব্দুল মমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো আব্দুল আউয়াল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো অাবু হুরাইরা, মো মনির আহাম্মদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম খান , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো মাজেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নে ১শ ৪০ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments