বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলানেত্রকোনায় রত্নগর্ভা মা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোনায় রত্নগর্ভা মা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হুমায়ুন কবির: শ্রমিকের কাজ করে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করায় গ্রামের রত্নগর্ভা মায়েদেরকে সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা সদরের সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ। এ সময় ইউনিয়নের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকেও পড়াশোনায় উৎসাহ দিতে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ হল রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা প্রদান করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান।

এসময় স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, অধ্যাপক মতীন্দ্র সরকার, অবসরাপ্রাপ্ত শিক্ষক অজিত সিংহ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিমসহ অন্যরা।

অনুষ্ঠানে দরিদ্র বিধবা হয়েও সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করায় অবদান সরূপ ৯ নারীকে রত্নগর্ভা মা সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রামের ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৪১ জন শিক্ষার্থী কে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত রত্নগভা মা আম্বিয়া খাতুন ও হেনা আক্তার প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে খুশিতে কেঁদে ফেলেন।
সেই সাথে সকল নারীদের প্রতি আহ্বান রাখেন তাদের সন্তানদেও যেনো সঠিক পথে বড় করে মানুষের মতো মানুষ বানায়। তাইলেই এ সমাজে বৈষম্য দূর হবে।
একজন অশিক্ষিত মায়ের শিক্ষিত সন্তানরাই হাল ধরবে এই সমাজের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments