বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজনীতিমানুষের গড় আয়ু সন্তোষজনক ভাবে বৃদ্ধি পেয়েছে: টুকু

মানুষের গড় আয়ু সন্তোষজনক ভাবে বৃদ্ধি পেয়েছে: টুকু

আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিপির সভাপতি আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দক্ষ ও গতিশীল নেতৃত্বে সকল বিভাগের উন্নয়নের সাথে সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যান খাতেও অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের সাফল্যের ফলশ্রতিুতে দেশে মাতৃমৃত্যু ও শিশ মৃত্যু উল্লেখ যোগ্য হারে কমেছে এবং মানুষের গড় আয়ু সন্তোষজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি ক্ষুধা, দারিদ্র, মাদক ও দূর্নীতি মুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। গতকাল মঙ্গলবার দুপরে পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা চেয়ারম্যান মোখলেরছুর রহমানের সভাপতিত্বে ও ডাঃ রেজাউল করিমের পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.মোজাফ্ধসঢ়;ফর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান ফায়সাল,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, আ’লীগ নেতা রবিউল করিম হিরু, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রমুখ। এর আগে প্রধান অতিথি বাংলাদেশ ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃ খনন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৪ কোট ৪৮ লাখ টাকা ব্যয়ে সাঁথিয়া উপজেলার ডি-৩ সুতি খালি নদীর ৮ কিলোমিটার নদী খনন কাজের পুনঃ খনন কাজের উদ্বোধন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments