শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহে প্রথম নগরপিতা হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইকরামুল হক টিটু

ময়মনসিংহে প্রথম নগরপিতা হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইকরামুল হক টিটু

সদরুল আইন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ফলে প্রথমবারের মতো দেশের দ্বাদশ এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হলেও নগরপিতা নির্বাচনে ভোট দিতে হবে না ভোটারদের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে মসিক নির্বাচনে মেয়র পদে বৈধ ঘোষিত দুই প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।

ফলে মেয়র পদে একক প্রার্থী হিসেবে থেকে গেলেন ইকরামুল হক টিটু।

আগামী ৫ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে গত ২৫ মার্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৮ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

বুধবার যাচাই-বাছাই শেষে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে বৈধ প্রার্থীদের জন্য।

ওই দিনই চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কিন্তু ১৬ তারিখই জানা গেল কে হচ্ছেন ময়মনসিংহের নগরপিতা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments