শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বৈশাখী উৎসবে দু’স্থানে জমেছিলো প্রাণের মেলা

উল্লাপাড়ায় বৈশাখী উৎসবে দু’স্থানে জমেছিলো প্রাণের মেলা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার পহেলা বৈশাখের বিকেলে বৈশাখী উৎসবে দু’টি স্থানে শত শত প্রাণের মেলা জমেছিল। করতোয়া নদীর সোনতলা ও ঘাটিনা সেতু এলাকায় বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের বেজায় ভীড় জমেছিলো। এর মধ্যে মাঝ বযসীদের ভীড় বেশী ছিলো। দু’জায়গাতেই বিভিন্ন পন্যের দোকান বসে ছিলো। এর মধ্যে ঝুড়ি ও খেলনা সামগ্রীর দোকান বেশি ছিল। এসব দোকান গোটা এলাকাকেই আরো জমিয়ে তুলে ছিল। আনন্দ বিনোদনে নাগরদোলা, ঘোড়ায় চড়ে বেড়ানোর ব্যবস্থা ছিল। মাটির তৈজস পত্রে দোকানে সব চেয়ে বেশি ভীড় ও কেনা বেচা বেশি হয়েছে। মেলায় আসা একাধিকজন জানান, বৈশাখ প্রাণের উৎসব। এ উৎসবের আলাদা মজা আছে। এ ছাড়া স্থানীয় একটি পার্কে ভরদিন বৈশাখ উৎসবে ভীড় জমে ছিল। উল্লাপাড়ার বিভিন্ন সড়ক পথে নছিমন, ট্রাক ও অন্যান্য বাহনে দল বেধে বহু যুবক নেচে গেয়ে আনন্দ উৎসব করেছে। অপরদিকে পাইকপাড়ায় বিকেলে বহু সংখ্যক দর্শকের উপস্থিতিতে গ্রাম্য লাঠিবাড়ী খেলা হয়। অপর দিকে খোজ নিয়ে জানা যায় উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম এলাকাতেও নানা অনুষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments