বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাগেরহাটে সাউথখালী নদী শাসনের দাবিতে ১ কিলোমিটার ব্যাপী মানবপ্রাচীর

বাগেরহাটে সাউথখালী নদী শাসনের দাবিতে ১ কিলোমিটার ব্যাপী মানবপ্রাচীর

শেখ সাইফুল ইসলাম: বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের ভাঙনকবলিত পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বগী ও দক্ষিণ সাউথখালী অংশে নদী শাসনের দাবিতে মানবপ্রাচীর গড়ে তোলা হয়। (২১ এপ্রিল) রবিবার দুপুরে গাবতলা আশার আলো মসজিদ থেকে বগী পর্যন্ত এক কিলোমিটারের এ মানবপ্রাচীরে নদী ভাঙনের শিকার দুই গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বলেশ্বর নদী শাসন অন্তর্ভূক্তকরণ দাবি আদায় কমিটির ব্যানারে প্রায় এক ঘন্টা ধরে এ কর্মসূচী পালিত হয়।

দাবি আদায় কমিটির আহবায়ক নজরুল ইসলাম আকন ও সমন্বয়কারী বগী ওয়ার্ডের ইউপি মেম্বার মো. রিয়াদুল পঞ্চায়েত বলেন, পানি উন্নয়ন বোর্ডের শরণখোলার ৩৫/১ পোল্ডারে অধিক ঝুঁকিপূর্ণ এবং ভাঙনকবলিত এলাকা হচ্ছে সাউথাখালী ইউনিয় বগী ও দক্ষিণ সাউথখালী অংশ। এখানকার প্রায় দুই কিলোমিটার প্রতিমুহূর্তে বলেশ্বর নদীতে বিলিন হচ্ছে। গত ১০ বছরের এ দুই গ্রামের হাজার হাজার ঘরবাড়ি, শত শত একর ফসলী জমি বলেশ্বর গ্রাস করেছে। দুটি গ্রামের প্রায় তিনভাগের দুইভাগই বলেশ্বর গিলে খেয়েছে। এমন ভয়াবহ ভাঙনের মুখে নদী শাসন করেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) মাধ্যমে বেড়িবাঁধ নির্মানের দাবী জানান তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments