শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারমজানে পণ্যের দাম সহনীয় রাখতে রংপুরে ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে রংপুরে ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা

জয়নাল আবেদীন: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সহনীয় পর্য়ায়ে রাখার জন্য রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা হয় । সভায় রংপুরের বিভিন্ন বাজারের পাইকারি এবং খুচরা বিক্রেতাগণ আশ্বাস প্রদান করেন এবছর রমজানে রংপুরে কোন পণ্য সামগ্রীর দাম বাড়ানো হবেনা । প্রতিটি পাইকারী এবং খুচরা বিক্রেতাগণ তাদের দোকানে প্রতিটি পণ্যের মূল্য তালিকা প্রদর্ণ করে রাখবেন । গরুর মাংস ৫শ টাকা এবং খাসির মাংস ৭শ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয় । এছাড়াও ব্যবসায়িগণ জেলা প্রশাসককে জানান বিগত দিনে নিম্য মানের টিসিবির পণ্য যেমন ছোলা ডাল তেল খেজুর বিক্রি করা হয়েছিলো । এবার উন্নতমানের পণ্য বিক্রয়ের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন ।রমজান মাসে বাজার মনিটরিং করার জন্য ২টো শক্তিশালী টিম গঠণ করা হয়েছে ।সভায় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মারুফন হোসেন মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ ফারুখ , সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন নবাবগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আকবর হোসেন,হোটেল মালিক সমিতির সম্পাদক, মাংস ব্যবসায়ি সমিতির সভাপতি এবং সম্পাদক রংপুর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments