শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবাগেরহাটে মোরেলগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন বন্ধে মানববন্ধন

বাগেরহাটে মোরেলগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন বন্ধে মানববন্ধন

শেখ সাইফুল ইসলাম: নুসরাত হত্যাকারীদের দ্রæত বিচার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন বন্ধে মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ ও পৌর পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার সকালে পৌর বাজারের চৌরাস্তার মোড়ে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নীহার রঞ্জন হালদার, মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শিব সজল যিশু ঢালী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি এস কৃষ্ণ পাল, সম্পাদক মাষ্টার বিভূতি ভূষন পোদ্দার, মাষ্টার সঞ্জয় কুমার তালুকদার, কলেজ ছাত্রী নিপা হালদার, শিশু ছাত্রী অতশি ঢালী ।
মানববন্ধনে পৌর মেয়র বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী বান্ধব সরকার।
ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে সরকার। তিনি আরো বলেন, নারীর সম্মান রক্ষার্থে সকলকে প্রতিবাদী ও আইনের আশ্রয় হতে হবে। মানববন্ধনে স্কুল ,কলেজের শিক্ষার্থী ,অভিভাবক, মুক্তিযোদ্ধা ও সুধিজন অংশগ্রহন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments