শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলানোয়াখালীর ৩ জেলার ১৩ উপজেলা চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

নোয়াখালীর ৩ জেলার ১৩ উপজেলা চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরসহ বৃহত্তর নোয়াখালীর ৩ জেলার ১৩ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। তাদেরসহ লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলার সকল উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস- চেয়ারম্যান ও পুরুষ ভাইস-চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, জেলা প্রশাসক মাজেদুল ইসলামসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মাস্টার আলতাফ হোসেন হাওলাদার যুগের অবসান হল। শপথ শেষে অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, এলাকার উন্নয়নের দিকেই বেশি নজর দেব। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা রেখে আমাকে দলীয় প্রতিক দিয়ে নির্বাচন করতে পাঠিয়েছেন সে পরীক্ষায় দলীয় কর্মীদের আন্তরিক চেষ্টায় বিজয়ী হলেও সেবা করে আমি মানুষের হৃদয় জয় করতে চাই। বিপুল ভোটে বিজয়ী করায় রায়পুরবাসীর প্রতি কৃতজ্ঞ। শপথ অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা শহীদ উল্যা বিএসসি, মোঃ শাহজাহান, তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের সদস্য মঞ্জুর হোসেন সুমন, মামুন বিন জাকারিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী। উল্লেখ্য- গত ২৫ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ ৩৭ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোটরসাইকেল প্রতীক নিয়ে আলতাফ হোসেন হাওলাদার পেয়েছিলেন ২৬ হাজার ২২১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে এবিএম বারাকাত বিন জাকারিয়া ২৭ হাজার ২২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বদ্ধী (উড়োজাহাজ প্রতীক) মইনুদ্দিন মোল্লা পান ১৬ হাজার ৬২৫ ভোট এবং মহিলা ভাইস-চেয়ারম্যান (প্রজাপ্রতি প্রতীক) মাজেদা বেগম ২০ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাসিনা আক্তার (কলস প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৮৮০ ভোট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments