বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় পানি উন্নয়নবোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় পানি উন্নয়নবোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আব্দুদ দাইন: পাবনা সাঁথিয়ায় পানি উন্নয়নবোর্ডের(পাউবো) জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের ইছামতি প্রধান সেচ খাল ও আই-৩ এস ক্যানালের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চলছে। মঙ্গলবার দুপুরে ইছামতি প্রধানসেচ খালের পাশে ও সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রধান সেচ খালের আই-৩ ক্যানালের দু’পার্শে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডর প্রধান সেচ খাল, ক্যানেল ও সাব ক্যানেলগুলোর দু’পাশের জায়গা দখল করে অবৈধভাবে স্থানীয় লোকজন বাড়ি ঘর দোকানÑপাট গড়ে তুলেছিল। তারা এসব দোকান পাট স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট ভাড়া দিয়ে আসছিল। মঙ্গলবার জেলা প্রশাসকের নির্দেশে ও পাউবো’র সহযোগীতায় অন্তত প্রায় ৭০াট স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে অংশ নেয়া পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) বেড়া সার্কেলের উপ-সহকারী রাজস্ব কর্মকর্তা জিলহক আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের যে সকল জায়গাগুলোতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার সবগুলেকে ভেঙ্গে ফেলা হবে। শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় সাঁথিয়া থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments