শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাফুলবাড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনে কাটা পড়ে স্বামীর আত্মহত্যা

ফুলবাড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনে কাটা পড়ে স্বামীর আত্মহত্যা

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে গত মঙ্গলবার রাত সোয়া ৯টায় ট্রেনে কাটা পড়ে সাজেদুর রহমান সাজু (৩৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত সাজেদুর রহমান সাজু উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. জামানের ছেলে। রেলওয়ে স্টেশনের প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় চিলাহাটি থেকে খুলনা গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই সাজেদুর রহমান সাজু আকস্মিকভাবে রেল লাইনের ওপর শুয়ে পড়লে ট্রেনটি তার শরীরকে দ্বিখন্ডিত করে চলে যায়। ঘটনার আগে সাজেদুর রহমান সাজু তার মুঠোফোনে কোন এক নারীর সাথে উত্তপ্ত এবং উচ্চস্বরে ঝগড়া করছিলেন। এতে ধারনা করা হচ্ছে সে তার স্ত্রীর সাথেই সে মুঠোফোনে কথা বলছিলেন। এর পরপরই তিনি রেল লাইনের ওপর শুয়ে পড়ে আত্মহত্যা করেন। আসাদুজ্জামানের পিতা পল্লী চিকিৎসক মো. জামান বলেন, সাজেদুর রহমান সাজু অসুস্থ্য হওয়ার কারণে তাকে ভারতে চিকিৎসায় পাঠানোর জন্য জমি বিক্রি করে টাকা জোগার করা হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে তার বুঝে ওঠতে পারছেন না। স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ঘটনাটি পার্বতীপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ পার্বতীপুর থেকে রাত সাড়ে ১১টার আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এসে লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তার আগেই নিহত সাজেদুর রহমান সাজুর পরিবারের লোকজন জোরপূর্বক লাশ বাড়িতে নিয়ে গেছে। ফলে পুলিশ এসে লাশ না পেয়ে পার্বতীপুর ফিরে গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments