বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে বখাটেদের থেকে রক্ষা পেতে শিক্ষকের সংবাদ সম্মেলন

কেশবপুরে বখাটেদের থেকে রক্ষা পেতে শিক্ষকের সংবাদ সম্মেলন

জি এম মিন্টু: কেশবপুরে বখাটেদের চক্রান্ত থেকে রক্ষা পেতে জগন্নাথ পাল নামে এক শিক্ষকের সংবাদ সম্মেলন করেছে।  বৃহস্পতিবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার রাজনগর বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাদারডাঙ্গা গ্রামের মৃত কানাই লাল পালের পূত্র জগন্নাথ পাল লিখিত বক্তব্য পাঠকালে বলেন, আমার পিতা কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের একজন ইংরেজী শিক্ষক ছিলেন। আমার অপর দু’ভাই দিপক কুমার পাল ও বিশ্বনাথ পালও শিক্ষক। কিন্তু একটি কুচক্রীমহল আমাদের প্রতি ঈষান্বিত হয়ে আমার ও আমার পরিবারের নামে বিভিন্ন প্রকার কুৎসা রটনা ও আজে বাজে মন্তব্য করে আসছে। যারা আমার বাড়ি আশেপাশে এবং বাজার-ঘাটে আমাকে হেয় প্রতিপন্ন করছে। যা আমার ও আমার পরিবারের জন্য পারিবারিক ও সামাজিকভাবে সম্মান হানি করছে। বর্তমানে তাদের উগ্রতা এত বেড়েছে যে, আমি ও আমার পারিবারের সকলে আতংকিত রয়েছি। এছাড়া আমার পূত্র এসএসসি পরীক্ষার্থী তন্ময় পাল পিয়াসের লেখাপড়ারও দারুণভাবে ক্ষতি হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments