শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রংপুরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জয়নাল আবেদীন: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য বেতন ১০ ভাগ কর্তনের প্রতিবাদে রংপুরের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকালিপি প্রদান করেছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার রংপুর টাউন হল চত্ত¡রে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সামনে সমাবেশ করে । সমাবেশে বক্তারা বলেন বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ-এর লক্ষ্যে যখন পূর্ণাঙ্গ ভাতা এবং ন্যয্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রাপ্তির প্রত্যাশায় প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষার প্রহর গুণছে ঠিক সেই সময় শিক্ষা মন্ত্রণালয় ১৫ এপ্রিল ২০১৯ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন থেকে অতিরিক্ত ৪ ভাগসহ মোট ১০% কর্তনের প্রজ্ঞাপন পুনরায় জারি করেন। উক্ত আদেশের ফলে সারাদেশে শিক্ষক-কর্মচারীগণ অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। এ প্রজ্ঞাপন বাতিলের জন্য সারাদেশের সকল শিক্ষক সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে। বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, অধ্যক্ষ মোহাম্মদ আলী, উপদেষ্টা মোঃ মাসুম হাসান, মহানগর সভাপতি আয়শা সিদ্দিকা, মহানগর সাধারণ সম্পাদক শাহ্ মোঃ লুৎফর রহমান, রংপুর জেলা সহ-সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments