শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপ্রকল্পের কাজ শেষ হলে এ অঞ্চলের আর্থ- সামাজিক উন্নয়ন দৃশ্যমান হবে: রংপুরে...

প্রকল্পের কাজ শেষ হলে এ অঞ্চলের আর্থ- সামাজিক উন্নয়ন দৃশ্যমান হবে: রংপুরে পরিকল্পনামন্ত্রী

জয়নাল আবেদীন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগে ৪৭টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে এক সময়ের অবহেলিত এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন দৃশ্যমান হবে। যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন হবে। এতে বদলে যাবে রংপুর বিভাগ। বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত রংপুর বিভাগের যেসব প্রকল্পের কাজ চলছে সেগুলোর অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলদের নিবিড় তদারকির জন্য নিজ নিজ কর্মস্থলে সার্বক্ষণিক অবস্থান করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্বশীল কর্মকর্তারা কর্মস্থলে থাকলে কাজের গতি বাধাগ্রস্থ হয় না। বরং কাজের গুণগতমান ভালো থাকে। কেউ অনিয়মের সুযোগও পায় না। রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে পর্যালোচনা সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান বক্তব্য রাখেন।এসময় রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাশ ভট্রাচার্য রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ও প্রশাসনের কর্মকর্তারা সভায় অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments