শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে পানিতে ডুবে শিশু মৃত্যু ও গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

রায়পুরে পানিতে ডুবে শিশু মৃত্যু ও গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে ফারিয়া আক্তার নামে (দেড় বছর) এক শিশু পুকুরের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার ব্যবসায়ী জহির আহাম্মদরে মেয়ে। বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে অভিমান করে আমেনা আক্তার (২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার উত্তর রায়পুর গ্রামে। নিহত গৃহবধু একই এলাকার ব্যবসায়ী আজাদ হোসেনের স্ত্রী। এ পৃথক ঘটনায় শুক্রবার সকালে রায়পুর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। পুলিশ ও নিহত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় পিতা-মাতার অগোচরে বসত ঘরের পাশে পুকুরে খেলা করতে যায় ফারিয়া। এসময় পুকুরে পড়ে নিচে তলিয়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ফারিয়া মৃত দেহটি পুকুর থেকে তুলে সরকারী হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। অপরদিকে, দীর্ঘদিন ধরে স্বামী আজাদের সাথে দামপত্য কলোহ চলে আসছিল গৃহবধু আমেনা বেগমের। প্রায় সময় আমেনাকে শারিরিক ও মানুষিক নির্যাতন করতো স্বামীসহ শশুর পরিবারের লোকজন। বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে ঝগড়া করে আমেনা বেগম নিজ কক্ষে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রায়পুর থানার ওসি তদন্ত সোলায়মান হোসেন বলেন, পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা আমাদের জানা নেই। গৃহবধু আমেনা বেগমের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। স্বামী বা শশুর পরিবারের দ্বারা নির্যাতনে মৃত্যু না অন্য কিছু তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments