শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলানার্স তানিয়া ধর্ষন ও হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন

নার্স তানিয়া ধর্ষন ও হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন

হুমায়ুন কবির: চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষনের পর হত্যার প্রতিবাধে নেত্রকোণার কেন্দুয়া শহীদ মিনার প্রাঙ্গনে মানবন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দুয়া শাখার আয়োজনে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগীতায় সোমবার (১৩মে) দুপুর সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মানব বন্ধন করা হয়। পরে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দুয়া শাখার সভাপতি নাট্যকার রাখাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রনেণ সরকার, সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আবুল বাশার মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া প্রেসক্লাব প্রতিনিধি কিশোর কুমার শর্মা, সিনিয়র ষ্টাপ নার্স মাসুদ রানা, নার্স নুরাইয়া পারভীন, স্বাভলম্বী উন্নয়ন সমিতির চয়ন সরকার, স্বর্নকিশোরী ফাউন্ডেশনের জেলা সভাপতি নাবিলা হক দৃষ্টি, আফজালুন্নেছা রুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ঝংকার শিল্পীগোষ্ঠীর প্রশিক্ষক সুশেন সাহা রায়, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপন চন্দ্র ভদ্র প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments