বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় কুটির শিল্প হিসেবে বিড়ির উপর ট্রাক্স না বসানোর দাবিতে মানব বন্ধন

উখিয়ায় কুটির শিল্প হিসেবে বিড়ির উপর ট্রাক্স না বসানোর দাবিতে মানব বন্ধন

কায়সার হামিদ মানিক: উখিয়ায় বিড়ি শ্রমিকদের মানবন্ধনোত্তর পথসভায় নেতৃবৃন্দরা আবহমান বাংলার ঐতিহ্য বিড়ি শিল্পের সাথে গ্রাম বাংলা হাজারো অসহায় হত দরিদ্র নারী শ্রমিক আর্থিকভাবে জড়িত। এ শিল্পকে বাচিঁয়ে রাখার পাশাপাশি শিল্পকে তারা সুনিদিষ্ট অর্থযোগানদাতা কারখানা হিসেবে বেছে নিয়ে পরিবার পরিজনসহ কোনভাবে জীবন ধারন করে আসছে। এমতাবস্থায় আসছে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটের বিড়ি শিল্পের উপর ট্যাক্স বসালে অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে পথে বসতে হবে। গতকাল বুধবার দুপুর ১২টায় প্রধান সড়কে প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তারা বিড়ি শিল্পের উন্নয়ন ও ট্যাক্স না বসানোর জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন। এসময় বক্তব্য রাখেন ভোক্তাপক্ষের সভাপতি নুরুল ইসলাম সাধারন সম্পাদক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত তরফদার, বদিউর মান্নান, দারুল হোসেন ও শওকত হোসেন। বক্তারা বলেন, দেশের বিড়ি শিল্প কর্মসংস্থানের একটি অন্যন্য অবদান রাখছে বিধায় এ শিল্পের প্রতি সরকারের সহানুভূতি কামনা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments