শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে চালকসহ ৮ মাহিন্দ্র আটক

সিংগাইরে চালকসহ ৮ মাহিন্দ্র আটক

মুহ. মিজানুর রহমান: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা এলাকা থেকে চালকসহ আটটি মাহিন্দ্র গাড়ি আটক করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বায়রা এলাকার ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও বহন করার দায়ে তাদেরকে আটক করা হয়। গগতকাল বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমত উল্লাহ। জানাগেছে, উপজেলার বায়রা ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটাসহ বভিন্ন এলাকায় বিক্রি করছে একটি মহল। এতে করে ধলেশ্বরী নদী ও আশপাশের এলাকার গ্রামীণ রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও সেই মাটি বহন করার জন্য চালকসহ ৮ মাহিন্দ্র গাড়ি আটক করা হয়। প্রতিটি মাহিন্দ্র চালকের বয়স ১৮ বছরের কম ও কোনো মাহিন্দ্র গাড়িরই রেজিস্ট্রেশন নম্বর নেই। উপজেলা প্রশাসন এসব গাড়ির মালিকদেরকে উপজেলা পরিষদ কার্যালয়ে ডাকা হয়েছে। মাহিন্দ্র মালিকেরা আসার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আর কোন ব্যবস্থা না নেয়ায় উপজেলা প্রশাসন মাহিন্দ্রগুলো আটক করেন। আর চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার চালকদের আদালতে পাঠানো হবে বলে জানাগেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments