শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাগঙ্গাচড়ায় সেই দুই প্রভাবশালীর পুরো বাড়ি উচ্ছেদ

গঙ্গাচড়ায় সেই দুই প্রভাবশালীর পুরো বাড়ি উচ্ছেদ

পূর্ণ রায় রিপন: তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের খাস জমিতে থাকা বাড়ি রক্ষার্থে সংশ্লিষ্ট লোকজনের সাথে ৩ লক্ষ টাকা রফা দফা করেও বাড়ি রক্ষা হলো না উপজেলার দুই প্রভাবশালীর। অবশেষে গতকাল শনিবার বাড়ি দুটি স্কাভেটার মেশিন দিয়ে উচ্ছেদ করে রংপুর পানি উন্নয়ন বোর্ড। জানা যায় তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের সংস্কার কাজ চলমান রয়েছে। এ কাজের লক্ষে পানি উন্নয়ন বোর্ড বাঁধের দুই পাশের্^র খাস জমিতে থাকা নদী ভাঙ্গনের শিকার ভূমিহীন পরিবার গুলোর বসত বাড়ি উচ্ছেদ করে। ভূমিহীনদের বসতবাড়ি পানি উন্নয়ন বোর্ড সহজেই উচ্ছেদ করলেও উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গাটুপাড়া গ্রামের মৃত তনে মামুদের ছেলে প্রভাবশালী একরামুল হক ও নজিমুল হক বাঁধের খাস জমিতে থাকা তাদের পাঁকা বাড়ি উচ্ছেদ না করতে কাজ সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধিসহ স্থানীয় একজন জনপ্রতিনিধির সাথে ৩ লক্ষ টাকা রফা দফা করে। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় “গঙ্গাচড়ায় তিস্তা বাঁধ সংস্কার কাজ ভূমিহীনদের উচ্ছেদ: বহাল তবিয়তে ধনাঢ্যরা” শিরোনামে খবর প্রকাশিত হলে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা। তারা বাড়ি দুটি সরিয়ে নেওয়ার জন্য ৫ দিনের সময় সীমা বেধে দেন মালিকদ্বয়কে। এ সময়ের মধ্যে গত রোববার বাড়ির মালিকদ্বয় নিজেই তাদের বাড়ির অর্ধেকাংশ সরিয়ে নিয়ে অবশিষ্ট অর্ধেকাংশ সরাতে আবারো টাল বাহনা করেন। বেধে দেয়া সময় সীমা শেষ হওয়ায় গতকাল শনিবার স্কেভেটার মেশিন দিয়ে পুরো বাড়ি দুটি উচ্ছেদ করেন পানি উন্নয়ন বোর্ড। তবে প্রভাবশালীদ্বয়ের সরকারিভাবে প্রাপ্ত দুটি ঘর ওই খাস জমিতে রয়েছে বহাল তবিয়তে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের নির্দেশে ঘর দুটি ভাঙ্গা হয়নি বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাংবাদিকদের জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন ভালো কাজের স্বার্থে বাঁধের দুই পাশের্^ কোন বাড়িই থাকবেনা। যারা এখন পর্যন্ত বাড়ি সরিয়ে নেয় নাই তাদেরকে তিনি দ্রুতই বাড়ি সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments