শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় প্রচন্ড দোকান পাট ঘর-বাড়ি গাছ গাছরা বিধ্বস্ত, প্রায় ১কোটি টাকার ক্ষয়-ক্ষতি

সাঁথিয়ায় প্রচন্ড দোকান পাট ঘর-বাড়ি গাছ গাছরা বিধ্বস্ত, প্রায় ১কোটি টাকার ক্ষয়-ক্ষতি

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় হটাৎ বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ে দোকান পাট, ঘর- বাড়ি ও গাছ গাছরা বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়েছে । ক্ষতির পরিমান প্রায় ১কোটি টাকা। জানা গেছে, মঙ্গলবার ভোররাতে সেহরীর পর পর হটাৎ প্রচন্ড ঝড় শুরু হয়। ঝড়ে দোকান পাট, ঘর-বাড়ি ও গাছ গাছরা লন্ড ভন্ড হয়ে যায়। প্রচন্ড ঝড়ে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের গৌরিগ্রাম বাজার এলাকা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। অতি সম্প্রতি গৌরিগ্রাম মাদ্ধসঢ়;রাসা কমিটি মাদরাসা সংলগ্ন জায়গায় প্রায় ২৬টিদোকান নির্মাণ করে ভাড়া দেয়। এই মার্কেটে বেশ বড় আকারের কসমেটিকের দোকান, ফ্রিজ ও টিভির শোরুম, মুদিখানাসহ নানা ধরনের দোকান ছিল । ঈদ সামনে দোকানগুলোতে ক্রেতার ভীড় ও রমরমা বেচকেনা চলছিল । কিন্তু মঙ্গলবারের ঝড়ে সকল দোকান পাট লন্ডভন্ড হয়ে যাওয়ায় দোকানদারদের মাথায় হাত। গৌরিগ্রাম বাজারের দোকান মালিক প্রত্যক্ষদর্শী আশরাফুল আলম জানান, মঙ্গলবার শেষ রাতে সেহরী খাওয়ার পরপরই হটাৎ কোথা থেকে আচমকা তুমুল ঝড় শুরু হোল। প্রায় ২০/৩০মিনিটের মধ্যে দোকান পাট, ঘর-বাড়ি ও গাছ গাছরা বিদ্যুতের খুঁটি সব দুমড়ে মুচড়ে দিয়ে গেল। এত ক্ষতির পরিমান কমপক্ষে ১কোটি টাকা। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments