বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাদেশে বছরে ৬ লাখ কিশোরী গর্ভধারণ করেন

দেশে বছরে ৬ লাখ কিশোরী গর্ভধারণ করেন

জয়নাল আবেদীন: দেশে বছরে ৬ লাখ কিশোরী গর্ভধারণ করেন। এদের ৬৩ ভাগেরই বাড়িতেই সন্তান প্রসব হয়। বাড়িতে সন্তান জন্ম দিতে গিয়ে অনেকেই প্রাণ হারান। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সিও বাজার এলাকায় ইএসডিও‘র মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা নেয়ার্স আয়োজিত কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ বিষয়ে বিভাগীয় এক কর্মশালায় এই তথ্য জানা গেছে। কর্মশালায় বলা হয়, দেশে প্রতি হাজারে ১ শত ১৩ জনের বাল্য বিবাহ হচ্ছে। বিশ্বের মধ্যে বাল্য বিবাহের দিক থেকে বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে। উন্নয়ন শীল দেশে পৌছুতে বাল্য বিবাহ সবচাইতে বড় বাধা। এর প্রতিরোধ করা না গেলে দেশ অনেক অংশে পিছিয়ে যাবে বলে কর্মশালায় বলা হয়। কর্মশালায় বিশেষঞ্জ চিকিৎসক বক্তারা বলেন দেশের ভবিষ্যত ৪ কোটি কিশোর কিশোরী এদের সঠিক পথে পরিচালিত করতে না পারলে দেশ বিপদগামির দিকে ধাবিত হবে । আর সরকারের পক্ষে একা এই বিপুল জনগোষ্ঠিকে সামাল দেয়া সম্ভব নয় । জিও এনজিও সুশীল সমাজ ও সমাজ পতিদের কিশোর কিশোরীদের সার্বিক উন্নয়নে এগিয়ে আসা দরকার । কর্মশালায় উদ্ধোধনী বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ শেখ সাইদুল ইসলাম, ইএসডিওর মারুফ আহামেদ, প্লান ইন্টার ন্যাশনালের ডাঃ আনিছ আসাদ, নেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ পাভেল, নেয়ার্সের সদস্য সাখাওয়াত হোসেন। সমাপনি বক্তব্য রাখেন রংপুরের সিভিল সার্জন ডাঃ আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments