শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় সড়কে খড় শুকানো বন্ধে অভিযান শুরু

সাঁথিয়ায় সড়কে খড় শুকানো বন্ধে অভিযান শুরু

আব্দুদ দাইন: সাঁথিয়ার বিভিন্ন সড়কে খড় শুকানো বন্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি সমাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদপত্রে এ সমস্যাটি উঠে এলে দৃষ্টিগোচর হয় প্রশাসনের। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম থানা পুলিশের সহায়তায় এ অভিযান শুরু করেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের তলট ইছামতি রোড ও সরিষা- সোনাতলা রোডে অভিযান চালান। ইউএনও আব্দুল হালিম জানান, রাস্তা নিরাপদ রাখতে খড় অপসারণ অভিযান অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের চেযারম্যানদের এ বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া তিনি সাঁথিয়ায় অপর এক অভিযানে করমজা বাজারের মুদি দোকানদার দেলোয়ার হোসেনকে ভেজাল ঘি রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ পণ্য বাজারজাত বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments