শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে সুদে কারবারি কর্তৃক জালিয়াতি, অতঃপর হয়রাণিমূলক মামলা

সুন্দরগঞ্জে সুদে কারবারি কর্তৃক জালিয়াতি, অতঃপর হয়রাণিমূলক মামলা

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে সুব্রত রায় নামে এক সুদে কারবারি কর্তৃক ব্যাপক জালিয়াতির মাধ্যমে মিথ্যা মামলায় হয়রাণি করার প্রতিবাদে সংবাদ সম্মেলনে অভিযোগ উত্থাপন করেছেন ভুক্তভোগী জনৈক ফয়জার রহমান ডলার (৬০)। শনিবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে ফয়জার রহমান মন্ডল। এ অভিযোগ এনে লিখিত বক্তব্যে বলেন, ২০১৭ সালের ১০ এপ্রিল তাঁর ছেলে মেহেদী রহমান নিলয় স্থানীয় একাধিক ব্যক্তির উপস্থিতিতে একটি ফাঁকা চেকে স্বাক্ষর প্রদান করে প্রতিবেশি অতুল চন্দ্রের ছেলে সুব্রত রায়ের কাছ থেকে ৮ শতাংশ টাকা সুদে ২ লাখ ৮০ হাজার টাকা দাদন নেয়। এরপর নির্ধারিত তারিখে টাকা পরিশোধ করতে না পারায় সুব্রত রায় সুন্দরগঞ্জ শাখা ইসলামী ব্যাংক লিমিটেডে ঐ চেকের (এমএসআর-০১৫৩৭৪৯)পাতায় ১৫ লাখ টাকা অঙ্ক লিখে জমা দেয়। কিন্তু, চেকে উক্ত পরিমাণ টাকা না থাকায় চেকটি ডিজঅনার পূর্বক ব্যাংক সার্টিফিকেট প্রদান করেন ম্যানেজার। এরপর সংশ্লিষ্ট তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র দেখিয়ে নিলয়ের বিরুদ্ধে আদালতে একটি মিথ্য মামলা দায়ের করে হয়রাণি করছে সুব্রত রায় (যার মামলা নং- সিআর ৩৭৫/১৮)। বিষয়টি জানতে পেয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম একটি প্রত্যয়ন পত্র প্রদান করেন। এ প্রত্যয়ন পত্রে চেয়ারম্যান উল্লেখ করেন,বিজ্ঞ আদালতে সিআর ৩৭৫/১৮ নম্বর মামলার বাদী কর্তৃক আমার স্বক্ষরিত একখানা প্রতিবেবেদন দাখিল করেছেন। আমি উক্ত প্রতিবেদন বা ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। উক্ত প্রতিবেদন ভুয়া, যোগসাজশী ও জাল। এদিকে, নিলয়ের বাবা ফয়জার রহমান মন্ডল প্রকৃত ঘটনা উল্লেখ পূর্বক বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ৫৭/১৯ নম্বর একটি মামলা করেন। যা গাইবান্ধা পিবিআইর নিকট তদন্তাধীন রয়েছে। এদিকে, সুব্রত রায় একজন শিক্ষানবীশ আইনজীবি হওয়ায় তার বিরুদ্ধে কোন আইনজীবি না থাকায় ফয়জার রহমান মন্ডলের সিআর ১১/১৯ নম্বর একটি মামলা সুনানীর দিনই খারিজ হয়। এমতাবস্থায়, মেহেদী রহমান নিলয়সহ অন্যান্য আসামীগণ মিথ্যা মামলায় হয়রাণি থেকে পরিত্রাণের জোর দাবি জানান এ সংবাদ সম্মেলনে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments